দেশজুড়ে

ঈদের পরদিনও বাড়ি ফিরছে মানুষ

ঈদের পরদিনও দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌ট দি‌য়ে শত শত যাত্রী ও ছোট গা‌ড়ি পারাপার হ‌চ্ছে। অনেকেই ঢাকা থে‌কে বাড়িতে ফির‌ছেন। আবার কেউ কেউ ঢাকায় যা‌চ্ছেন। ত‌বে করোনা সংক্রমণ রোধে কেউ সামা‌জিক দূরত্ব মান‌ছেন না। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা গেছে।

এদি‌কে সড়‌কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি নি‌য়ে বাড়তি ভাড়া দি‌য়ে গন্ত‌ব্যে ছুটছেন যাত্রীরা। দৌলতদিয়া ফে‌রিঘা‌টে নদী পা‌রের অপেক্ষায় ব্যক্তিগত ছোট গা‌ড়ি, প্রাইভেটকার ও মাইক্রোবাসের সি‌রিয়াল র‌য়ে‌ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছয়টি ছোট ফেরি চলাচল করছে। দৌলতদিয়ার ৩নং ও ৫নং ফেরিঘাট মেরামত করার জন্য বন্ধ রয়েছে। ২নং ও ৪নং ফেরিঘাট সচল রয়েছে।

তিনি বলেন, আজও ঢাকা থেকে যে পরিমাণ যাত্রী আসছে ঠিক সেই পরিমাণ যাত্রী ঢাকায় ফিরেও যাচ্ছে। সঙ্গে ব্যক্তিগত গাড়ি যাতায়াত করছে।

রু‌বেলুর রহমান/আরএআর/জেআইএম