দেশজুড়ে

যশোরে ঢাকাফেরত আরও দুই যুবকের করোনা পজিটিভ

যশোরের অভয়নগরে ঢাকাফেরত আরও দুই যুবকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাতে।

মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া ও বাগদাহ গ্রামে আক্রান্ত ওই দুই যুবকের বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসী জানায়, ঈদ করার উদ্দেশে ঢাকা থেকে বাড়ি আসেন দুই যুবক। এরপর অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেলে যান করোনা পরীক্ষা করাতে।

মঙ্গলবার রাতে তাদের দুইজনের করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে দুই গ্রামের মানুষের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।

মিলন রহমান/বিএ