দেশজুড়ে

আ.লীগ নেতার মিষ্টির দোকানে পাওয়া গেল ৬ বস্তা সরকারি চাল

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে ছয় বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানে থাকা এক কর্মচারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে মিষ্টির দোকাটিও সিলগালা করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরিদ আহমেদের মিষ্টির দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিষ্টির দোকানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের দোকান থেকে সরকারি স্টিকার যুক্ত ছয় বস্তা চাল জব্দ করে উপজেলায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে দোকানে থাকা এক কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) স্নিগ্ধা তালুকদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়েছে। সঙ্গে দোকানটিও সিলগালা করে দেয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর