লকডাউনের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া ১০৬ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান তারা।
দুই দেশের চেকপোস্টে যেন ভারতীয়রা কোনো ধরনের অসুবিধায় না পড়েন সেজন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস চেকপোস্টে এসে যাত্রীদের বিদায় দেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকরা আটকা পড়েছিলেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২৯ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ১০৬ জন ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে প্রবেশ করেছেন। বাকিরা চেকপোস্টে আসেননি।
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, লকডাউনের কারণে অনেকেই বাংলাদেশে আটকা পড়েছিলেন। ইতোমধ্যে ৯টি ফ্লাইটে প্রায় দেড় হাজার জনকে দেশে পাঠানো হয়েছে। আজকে আরেকটি ফ্লাইট যাবে। করোনার কারণে অনেক সতকর্তা অবলম্বন করতে হচ্ছে। যারা যাচ্ছেন তাদের ভারতে গিয়ে করোনাভাইরাসের পরীক্ষা হবে। সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
চেকপোস্টে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ও জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহাকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ