দেশজুড়ে

চাপ কম‌তে শু‌রু ক‌রে‌ছে দৌলতদিয়ায়

আজও কর্মস্থলে যোগদান ও জীবিকার তাগি‌দে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্র‌বেশদ্বার দৌলতদিয়া ঘাট দি‌য়ে ঢাকায় ফির‌ছে হাজার হাজার যাত্রী। ত‌বে গত ক‌য়েকদি‌নের তুলনায় আজ দৌলত‌দিয়ায় ঢাকামু‌খি যাত্রী ও যানবাহ‌নের চাপ অনেকটাই কম।

রোববার দুপুর ১২টার দিকে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদি‌‌কে এ নৌরু‌টে দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় লঞ্চ চলাচল শুরু হ‌য়ে‌ছে। স্বাস্থ্যবি‌ধি নি‌শ্চিত কর‌তে ল‌ঞ্চে ওঠার আগে যাত্রী‌দের হাত ধোয়ার ব্যবস্থা করা হ‌চ্ছে। এছাড়া ফে‌রিঘাট এলাকায় সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে কাজ কর‌ছে পু‌লিশ।

অন্য‌দি‌কে সড়‌কে গণপ‌রিবহন না থাকায় স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে ক‌য়েকগুন বে‌শি ভাড়া দি‌য়ে মাইক্রোবাস, প্রাই‌ভেটকার, মোটরসাই‌কেল, মা‌হেন্দ্র, অটোরিকশাসহ বি‌ভি‌ন্ন মাধ্য‌মে দৌলত‌দিয়া ঘা‌টে এসে নদী পার হ‌চ্ছে যাত্রীরা।

ঢাকামু‌খি যাত্রীরা ব‌লেন, সড়‌কে বাস না থাকায় চাকরি ও জী‌বিকার তা‌গি‌দে বি‌ভিন্ন মাধ্য‌মে অতিরিক্ত ভাড়া দি‌য়ে দৌলত‌দিয়া ঘা‌টে এসে লঞ্চ ও ফে‌রি‌তে পার হ‌য়ে ঢাকায় যা‌চ্ছেন তারা।

লঞ্চঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন ও দৌলত‌দিয়া লঞ্চঘাট প‌রিবহন প‌রিদর্শক আফতাব হো‌সেন জানান, সরকা‌রি নি‌র্দেশনা ও স্বাস্থ্য‌বি‌ধি মেনেই ধারণক্ষমতা অনুযায়ী সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ল‌ঞ্চে যাত্রী পারাপার করা হ‌চ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ছোট বড় ৭টি ফেরি চলাচল কর‌ছে। ত‌বে যাত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌লে ফে‌রির সংখ্যাও বাড়া‌নো হ‌বে। আজ ঢাকামু‌খি যাত্রী ও যানবাহ‌নের চাপ অনেকটাই কম। যাত্রী ও যানবাহন অপেক্ষা ছাড়াই ফে‌রি পারাপার হ‌চ্ছে। দৌলত‌দিয়া প্রা‌ন্তের ৬টি ঘাটের ম‌ধ্যে ২টি ঘাট বিকল রয়েছে।

রু‌বেলুর রহমান/এফএ/এমকেএইচ