দেশজুড়ে

৬৮ দিন পর চাকা ঘুরলো কালনী এক্সপ্রেসের

দুই মাস আট দিন পর শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস ট্রেন। ৩০ জন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে রোববার সকাল পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয় আন্তনগর ট্রেনটি।

জানা যায়, ১২টি বগি নিয়ে যাত্রা করা ট্রেনটি বিভিন্ন স্টেশন থেকে মোট সাড়ে ৩শ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। যাত্রা শুরুর আগে যথেষ্ট পরিমাণ সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদেরকে ওঠানামা করাতে তৎপর ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, টিকিট ছাড়া কোনো যাত্রীকে ওঠানামা করতে দেয়া হয়নি এবং সবগুলো টিকিটই অনলাইনে কাটা হয়েছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, আজ আর কোনো ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাবে না, তবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, ৬৮ দিন পর আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল। সরকারি নিয়ম মেনে যাত্রীদের অনলাইন টিকিট যাচাই করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে দেয়া হয়েছে।

প্রতি বগিতে ৬০টি সিটের বিপরীতে ৩০টি সিটে যাত্রী বসানো হয়েছে। এর আগে শুধু মালবাহী ট্রেন চলাচল করেছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমকেএইচ