দীর্ঘ দুই মাস পর গণপরিবহন ও লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। তবে নেই যাত্রীদের চাপ। সোমবার দুপুরের দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ায় ব্যস্ততা বেড়েছে দৌলতদিয়া বাস ট্রামিনাল, লঞ্চ ও ফেরিঘাট এলাকায়। তবে এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককেই।
এদিকে ফেরিঘাটে যাত্রীদের তেমন চাপ না থাকলেও লঞ্চঘাটে ঢাকামুখি যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। পায়ে হেঁটে ও পরিবহনে এসব যাত্রী ঘাটে আসছেন। নদী পার হতে আসা যানবাহনগুলো অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে। তবে আজও ঢাকা থেকে আসছে অনেক যাত্রী।
সরকারি নির্দেশনা থাকলেও সামাজিক দূরুত্ব বজায় না রেখে যাত্রীরা গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে উঠছেন। তবে লঞ্চঘাট কর্তৃপক্ষ ও থানা পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফেরি ও লঞ্চে পারাপার হতে মাইকে প্রচারসহ নানাভাবে যাত্রীদের অনুরোধ করছেন।
দৌলতদিয়া লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানায়, গণপরিবহন পুরোপুরিভাবে চলাচল শুরু হলে লঞ্চ পারাপার যাত্রীদের চাপ আরো বাড়বে। স্বাস্থ্যবিধি মেনেই তারা লঞ্চে যাত্রী পরিবহন করছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, গণপরিবহন চালু হলেও ফেরি ঘাটে যানবাহনের চাপ নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। আজ স্বাভাবিকভাবেই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এ রুটে বর্তমান ১৪টি ফেরি চলাচল করছে।
রুবেলুর রহমান/এফএ/পিআর