দেশজুড়ে

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

অফিস-আদালত খোলার পরদিনই ১৩৫ জনের করোনা শনাক্ত ও দুইজনের মৃত্যু হয়। সোমবার (০১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

ডা. ইমতিয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় দুই হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হলেন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ৪০ জন সুস্থ হয়েছেন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০৬ জন।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর