দেশজুড়ে

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলায় বিলের পানিতে ডুবে আমীর হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাঠচাকলা গ্রামের বিলে এই ঘটনা ঘটে।

একই সঙ্গে শিশির (৭) নামে আরেক শিশু পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিশু আমীর হামজা মাঠচাকলা গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। অসুস্থ শিশির ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু বাড়ির পাশের বিলের পানিতে খেলছিল। এ সময় আমীর হামজা বিলের একপাশে খুঁড়ে রাখা গর্তে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমীর হামজাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ শিশিরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুজহাত নুয়েরী সাওসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে আরেক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মিলন রহমান/এএম/পিআর