জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জুয়েল মিয়া (৪০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মো. শহিদ জানান, মুগদা মদিনাবাগ এলাকায় নির্মানাধীন ১০ তলা ভবনে দ্বিতীয় তলায় ইলেকট্রিকের কাজ করছিলেন জুয়েল। অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এফআর/পিআর