দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কায় রমেজ আলী (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেজ আলী উপজেলার আট্টিকা গ্রামের তছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বেরিলাবাড়ী ব্রিজের কাছে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী রমেজ আলী। এ সময় একটি মোটরসাইকেল রমেজ আলীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম