করোনায় ৭২ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকায় ৭৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে স্থলবন্দরটিতে।
সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের মধ্যে তৃতীয় দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর এই আমদানি-রফতানি শুরু হলো। সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রফতানি কার্যক্রম চালানো হবে।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর