দেশজুড়ে

শখ করে সাইকেল চালাতে গিয়ে প্রাণটাই গেল শিশুর

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে শখ করে সাইকেল চালাতে গিয়ে বাস চাপায় মৃত্যু হয়েছে সাগর হোসেন (১১) নামে এক শিশুর। বুধবার বিকেল ৪টার দিকে শেরপুর উপজেলার মহাসড়কের উলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর ভাটা এলাকার শাহজাহান আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে সাগর হোসেন শখের বসে মহাসড়কে বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবোঝাই একটি বাস সাগর হোসেনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাগর হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে সাগরের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এফএ/জেআইএম