যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। বাকিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে একজন উপজেলা হাসপাতালের চিকিৎসকের বাবা রয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের ইয়াকুব আলী (৫৫)। তিনি ওই গ্রামের নওশের মোড়লের ছেলে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে তিনি মারা যান। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত চিকিৎসক শাহজাহান আলীর ভাই উপজেলার চটকাপোতা গ্রামের মো. হুমায়ুন কবির (৫৯) মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শার্শা উপজলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এবং শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী মৃত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেন।
জামাল হোসেন/এএম/এমকেএইচ