করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়া পৌরসভার নয় এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘রেড জোন’ বলবৎ থাকবে।
‘রেড জোন’ ঘোষিত এলাকাগুলো হলো- শহরের চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনি এলাকা।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রেড জোন’ এলাকায় সব প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও গণজমায়েত নিষিদ্ধসহ জনসাধারণ অবশ্যই ঘরে ঘরে অবস্থান করবেন। এছাড়া সব প্রকার যানবাহন বন্ধ থাকবে। তবে করোনা মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। সব প্রকার দোকান মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে।
এছাড়া জরুরি প্রয়োজনে কেউ বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে।
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, করোনার প্রাদুর্ভাব এলাকাগুলো চিহ্নিত করে জেলা সিভিল সার্জনের দেয়া তালিকা অনুযায়ী বগুড়া পৌরসভার নয় এলাকাকে রোড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে অবস্থা বুঝে ‘রেড জোন’ এলাকা বাড়তে পারে।
এএম/এমকেএইচ