নাটোরের লালপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মোহরকয়া ও পুরাতন ঈশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে বাকের আলী (৫৫) ও বেরিলাবাড়ী গ্রামের খোদা বক্সের ছেলে সাইদুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে দিয়াড় সংকরপুর এলাকায় বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।
এছাড়াও লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়। তিনি আরামবাড়িয়া শেখের চরে শ্বশুরবাড়িতে থাকতেন।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস