স্যালাইনের পাইপ নিয়ে খেলতে গিয়ে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে বরগুনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু মামাতো-ফুফাতো ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমানপ্রবাসী শাহিন মিয়ার ছেলে ওবায়েদুল্লাহ (৫) ও তার প্রতিবেশী হারুন বাদশাহর ছেলে রিহান (৫)।
মৃত দুই শিশুর স্বজনরা জানান, ওবায়েদুল্লাহ ও রিহানকে বাড়ির সামনে খেলতে দেখে ওবায়েদুল্লাহর মা আছরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় তাদের দুইজনকে ডুবে থাকা অবস্থায় দেখে চিৎকার দেন। এ সময় আশেপাশের লোকজন এসে শিশু দুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী বশির আহমেদ জানান, রিহান ও ওবায়েদুল্লাহ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা বাড়ির সামনে স্যালাইনের পাইপ দিয়ে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ডোবায় পড়ে মারা যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুবকর সিদ্দিক বলেন, সন্ধ্যা ৭টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনেন স্বজনরা। হাসপাতালে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস