নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোররাতে উপজেলার জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।
স্থানীয়রা জানান, সমর আলী ভোররাত ৪টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে বাবা-ছেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/আরএআর/এমকেএইচ