জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে রাজধানীতে অর্ধশতাধিক হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মো. মানিককে (২৮) গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান।
তিনি বলেন, দুপুরে শেরেবাংলা নগর এলাকা থেকে নয়টি হাতবোমাসহ মানিককে গ্রেপ্তার করা হয়।এরপর তাকে নিয়ে বসিলা এলাকায় অভিযান চালায় র্যাব।
সেখান থেকে ৪৭টি হাতবোমা, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। যুদ্ধাপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর তিন দিনের হরতালের দ্বিতীয় দিন চলছে রোববার।