দেশজুড়ে

নাসিমের স্মরণে সিরাজগঞ্জের সকল মসজিদে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক বর্ষিয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শহিদুল আলম।

স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, হাজী ইসহাক আলী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রজব সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. দানিউল হক দানীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল আওয়ামী লীগ নেতাকর্মী। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৯টি উপজেলার সকল মসজিদে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম