দেশজুড়ে

করোনা উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের সহকারী পরিচালকের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক সহকারী পরিচালক (এডি) মজিবুর রহমান (৫৮) মারা গেছেন।

শনিবার (২০ জুন) রাত ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, মজিবুর রহমান টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমায় ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত৮টার দিকে তিনি মারা যান।

অপরদিকে শনিবার দুপুরে শহরের খান্দার এলাকার এক নারী করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে একজন কৃষক ও একজন আইনজীবী সহকারীর মৃত্যু হয়েছে।

এমএসএইচ