দেশজুড়ে

গোবিন্দগঞ্জে করোনায় ওষুধ বিক্রেতার মৃত্যু

গোবিন্দগঞ্জে করোনায় ওষুধ বিক্রেতার মৃত্যু

গাইবান্ধায় করোনা আক্রান্ত হয়ে শ্রীবাস সরকার (৬০) নামে এক ওষুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাসার মোমিন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, শ্রীবাস সরকার (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের দোকান দিয়ে ব্যবসা করতেন। টিএমএসএস ল্যাবে পরীক্ষা করে গত ২০ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০৭ জন। এর মধ্যে ৩ জন মারা গেছেন, ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন।

Advertisement

জাহিদ খন্দকার/এফএ/পিআর