রাজধানীর উত্তরায় আম গাছ থেকে পড়ে শামসুল আলম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শামসুল পেশায় লেগুনা চালক।
শুক্রবার উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে আম গাছ থেকে পড়ে যান শামসুল। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল আলমের ভগ্নিপতি হাসান আলী জানান, তার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ।
ঢামেক/এনএফ/এমকেএইচ