দেশজুড়ে

সেবার জন্য মানুষকে আর থানায় আসতে হবে না

অভিযোগ করতে কিংবা কোনো সেবা পেতে মানুষকে আর শহরের থানায় আসতে হবে না। হাতের কাছেই থাকবে পুলিশ। অর্থাৎ গ্রামের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত থাকবে বিটপুলিশিং কার্যক্রম। ফলে সহজেই সেবা নিতে পারবে মানুষ। রোববার (২৮ জুন) দুপুরে এসব কথা বলেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি রেজুয়ান দিপু।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগরে বিটপুলিশিং অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএসপি রেজুয়ান দিপু বলেন, সমাজের নানা অপরাধ দমনে ও মানুষের কল্যাণে পুলিশের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ফলে উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি অফিস এবং পৌরসভায় আরও ৪টিসহ মোট ১১টি বিটপুলিশিং অফিস একযোগে কাজ করবে। এতে বাড়বে পুলিশের সেবার মান। আর এসব অফিস থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করবে জনগণ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন।

আগানগর ইউনিয়নের গকুলনগর বাজারে বিটপুলিশিং অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল আলম বাহার ও আগানগর বিটপুলিশিং অফিসের অফিসার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

এছাড়াও আগানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, হাজী আসমত কলেজের প্রভাষক মো. সেলিম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ও প্যানেল চেয়ারম্যান মো. ফারুক শিকদারসহ ইউপি সদস্য ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় লোকজন ও ইউপি সদস্যদের মাঝে বিশেষ মুহূর্তে প্রয়োজনীয় ভৈরব থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যুৎ অফিসের মোবাইল নম্বর সম্বলিত দু’হাজার স্টিকার বিতরণ করা হয়।

এফএ/এমকেএইচ