দেশজুড়ে

কালীগঞ্জে বিলে গোসলে নেমে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে গোসলে নেমে রিয়াজ উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াজ উদ্দিন জামালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি সাইফ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেলে রিয়াজ উদ্দিন উপজেলার ফুলদী গ্রামে অবস্থিত সাইফ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের পার্শ্ববর্তী বেলাই বিলের পানিতে গোসলে নেমে ডুবে যান। এর কিছুক্ষণ পর তার মরদেহ পানিতে ভাসতে দেখে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাশ বলেন, সন্ধ্যা ৬টার দিকে রিয়াজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আব্দুর রহমান আরমান/এমএসএইচ