রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ও ১৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। রোববার (২৮ জুন) দিবাগত রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ দুটি পৃথক দুই জেলের জালে ধরা পড়ে।
পরে সোমবার (২৯ জুন) সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজহান বাঘাইড়টি ১১শ টাকা কেজি দরে ৪২ হাজার ৯শ ও পাঙাশটি মো. চান্দু মোল্লা ১২শ টাকা কেজি দরে ২২ হাজার ৮শ টাকায় জেলেদের থেকে কিনে নেন। এ সময় বিশাল আকৃতির মাছ দুটি দেখতে অনেকেই নদীর পাড়ে ভিড় করেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, গত এক সপ্তাহে জেলেদের কাজ থেকে তিনি বড় বড় কয়েকটি বাঘাইড় ও পাঙাশ কিনেছেন। নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া এলাকায় বড় মাছ ধরা পড়ছে। সকালে তিনি গুরু হলদারের কাছ থেকে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ ১২শ টাকা কেজিতে কিনেছেন। বিক্রি করবেন ১৩শ টাকা কেজিতে। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। বিকেলের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলে জানান এই ব্যবসায়ী।
অপর মাছ ব্যবসায়ী মো. শাজাহান জানান, তিনি সকালে সোনাই হলদার নামে এক জেলের কাছ থেকে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ১১শ টাকা কেজিতে কিনে বরিশালের এক বড় ব্যবসায়ীর কাছে সাড়ে ১২শ টাকা কেজিতে বিক্রি করেছেন। এখন প্রায়ই নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।
রুবেলুর রহমান/আরএআর/পিআর