দেশজুড়ে

চট্টগ্রামে পাহাড় কাটার সময় দু’জন আটক

চট্টগ্রামে পাহাড় কাটার সময় দু’জনকে আটক করেছে প্রশাসন। রোববার জেলার বাঁশখালী উপজেলার জলদি লস্কর পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় ট্রাক চালক নুরুল আজিম ও শ্রমিক নেতা আমির হোসেনকে আটক করা হয়। এসময় মাটি কাটার যন্ত্রপাতি ও ট্রাক আটক করা হয়েছে। অভিযান চলাকালে কয়েকজন পালিয়ে যায়।তিনি আরো জানান, বাঁশখালীর উত্তর জলদি লস্করপাড়ায় সরকারি একটি পাহাড় বন্দোবস্ত নিয়েছিলেন স্থানীয় কবির আহমেদ এবং সৈয়দ আহমেদ নামে দুই ব্যক্তি। গত ৭-৮দিন ধরে বাগান করার জন্য তারা পাহাড়টি কাটা শুরু করে।  পাহাড়ের বিশাল অংশ ইতোমধ্যে কেটে মাটি বিক্রি করে দেয়া হয়েছে।  তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  তাদের বন্দোবস্ত বাতিলের সুপারিশ করা হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম।জীবন মুছা/ জেডএইচ/এমএস