দেশজুড়ে

খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বয়রা নয়াহাটি ও বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌চ্ছে- জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা নয়াহাটি গ্রামের বাতেন মিয়ার ছেলে সানজিদ মিয়া (২) ও বড়হাটি গ্রামের সুজিত ঘোষের ছেলে সুগ্রীব ঘোষ (৬)।

ইটনা থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মু‌র্শেদ জামান জানান, সকালে সানজিদ ও সুগ্রীব বা‌ড়ির পা‌শে খেলা কর‌ছিল। এ সময় সবার অজা‌ন্তে তারা বাড়ির পা‌শের বর্ষার পা‌নি‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে পা‌নি‌তে ভাসমান অবস্থায় তা‌দের মরদেহ পাওয়া যায়। শিশু দু‌টির মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম