যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী, গরিব ও দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন তিনি।
এ সময় সারোয়ার হোসেন বাবু বলেন, আওয়ামী যুবলীগ উপমহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে পরিচিত। আওয়ামী যুবলীগের হারানো গৌরব, ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব শেখ ফজলে শামস পরশ সযত্নে পালন করেছেন। যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই জরুরি বৈঠক করে সারাদেশে মানুষের পাশে দাঁড়োনোর জন্য নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। নির্দেশনার পরই সারাদেশে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে কাজ করছে নেতাকর্মীরা।
এফএইচএস/এমএসএইচ/পিআর