গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোজাহিদ মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই সুজন মিয়া ও মেহেদী হাসান আহত হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কবিলপুর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মোজাহিদ তার দুই ভাই সুজন ও মেহেদী হাসানের সঙ্গে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হলে মোজাহিদ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সুজন ও মেহেদী গুরুতর আহত হয়েছে।
সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রজব আলী জানান, ঘটনাস্থল থেকে মোজাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহিদ খন্দকার/আরএআর/পিআর