দেশজুড়ে

‘সবুজে সজ্জিত হোক আঙিনা’

‘আলোকিত আমলা’ নামে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বুধবার আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদার দিকনির্দেশনায় ‘আলোকিত আমলা’র পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মক্তবসহ গুরুত্বপূর্ণ স্থানে রোপণের জন্য বিভিন্ন জাতের ১ হাজার ২০০ চারাগাছ বিতরণ করা হয়।

এ সময় জাতীয় সাঁতার প্রশিক্ষক মো. আমিরুল ইসলাম, আব্দুর রাফেত বিশ্বাস, কলেজের প্রভাষক মো. হামিদুল ইসলাম, নওদাআজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম, সাংবাদিক কাঞ্চন কুমার হালদার, কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুজ্জামান হীরা, নওদাআজমপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেরেবুল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিল্টন মালিথা, পিডিবি প্রকৌশলী জাহিদুল ইসলাম মিল্টন, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজ- আল-আসাদ সোহাগ, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শিহাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক হুসাইন আল মামুন, সজল হোসেন, শওকত হোসেন প্রমুখ।

‘সবুজে সজ্জিত হোক আঙিনা’ স্লোগানে কাঁঠাল ১৫০টি, পেয়ারা ২০০টি, আমলকি ২০০টি, ডালিম ৫০টি, লেবু ২০০টি, বকাইনিম ২০০টি ও জাম ২০০টিসহ মোট ১ হাজার ২০০টি চারা লাগানো হবে। এর আগে করোনার কবলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার পরিচালনা করে আলোচনায় আসে ‘আলোকিত আমলা’ নামের সংগঠনটি।

মিজানুর রহমান মিথুন/এমএআর/এমএস