ভারতের সাবেক দুই সফল অধিনায়কের জন্মদিন একই দিনে। একজনের হাত ধরে নব জাগরণ তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটে, আরেকজন সেই জাগরণকে শতভাগ বাস্তবায়ন করেছেন। প্রথমজন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, দ্বিতীয় জন মহেন্দ্র সিং ধোনি।
৪৮-এ পা দিলেন আজ ভারতীয় ক্রিকেটে নবজাগরণ সৃষ্টি করা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে ঊনচল্লিশে পা দিলেন দুটি বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক মহেন্ত্র সিং ধোনি।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ডালি নিয়ে হাজির হয়েছেন সৌরভ-ধোনিদের সতীর্থ থেকে শুরু করে অনুরাগীরা। যুবরাজ সিং, জাহির খান, বিরেন্দর শেবাগ, হরভজন সিং’য়ের মতো একগুচ্ছ প্রতিভাবান ক্রিকেটার সৌরভের হাত ধরে উঠে এসেছিলেন।
৪৮তম জন্মদিনে স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভেসে গেলেন মহারাজ সৌরভ। তার দীর্ঘদিনের ওপেনিং পার্টনার শচিন টেন্ডুলকার প্রিয় দাদি’কে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন দাদি। মাঠের বাইরে আমাদের পার্টনারশিপ মাঠের মতোই এগিয়ে যাবে আশা করি। বছরটা খুব ভালো কাটুক।’
সে সঙ্গে অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড দু’টি ছবিও শেয়ার করেন মাস্টার-ব্লাস্টার। একটি অনুষ্ঠানে কাটানো বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তরসূরি বিরাট কোহলি। বিরাট লিখেছেন, ‘শুভ জন্মদিন দাদা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’
এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘এই দিন তোমার জীবনে বারে বারে ফিরে আসুক। তুমি আরও সাফল্যের স্বাদ গ্রহণ করো একইসঙ্গে আরও আরও ভালোবাসা পাও। দিনটা খুব ভালো কাটুক সেইসঙ্গে বছরটাও।’ কাইফ সৌরভকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘একজন দারুণ ব্যাটসম্যান থেকে একজন অসাধারণ অধিনায়ক। বর্তমানে ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা- আমার প্রিয় অধিনায়ক এবং মেন্টর সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
আইএইচএস/