দেশজুড়ে

সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৈন্যা-রেহাইপুখুরিয়া-বিনানই সড়কের সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়কে মোটরবাইক ছাড়া অন্য যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরে যাতায়াতসহ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বন্যার পানির তোড়ে বুধবার বিকেলের দিকে চৌহালীর রেহাইপুখুরিয়া বাজার সংলগ্ন হুরমুজের বাড়ির পাশের সেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় ১৯ ফুট ধসে গেছে। এ কারণে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয় স্কুলশিক্ষক হায়দার আলী ও জুলফিকার হোসেন জানান, সেতুটি নির্মাণের সময় অ্যাপ্রোচ সড়কের কাজ যেনতেনভাবে করায় পানির তোড়েই ধসে গেছে। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে সড়ক ধসে যাওয়ার পরই এলাকার বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কিছু মাটি দিয়ে চলাচল সচল রাখতে কাজ করে যাচ্ছে। তবে স্থায়ী মেরামত ও সড়কটি শক্তিশালীকরণে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী জানান, সেতুটির অ্যাপ্রোচ সড়কে ধস নামায় যাত্রী ও পণ্যবাহী ভ্যান-রিকশা ও ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, ধসে যাওয়া স্থানে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করা হবে। এতে চলাচলের ভোগান্তি আর থাকবে না।

এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বন্যা ও বৃষ্টিতে অ্যাপ্রোচ সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর