মাদারীপুরের শিবচর উপজেলায় গৃহবধূকে ফেরি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
মহিলা পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ৭ জুলাই রাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওই গৃহবধূ অপেক্ষা করছিলেন। তাকে শিমুলিয়া ঘাটে দ্রুত পৌঁছে দেয়ার কথা বলে ফেরি থেকে ফুঁসলিয়ে স্পিডবোটে তুলে নেয় মাসুদ মোল্লা, মাহবুব মৃধা ও নুর মোহাম্মদ হাওলাদার। পরে পদ্মা নদীর চরে নামিয়ে তাকে দলবেঁধে ধর্ষণ করে ওই যুবক। পরবর্তীতে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে।
এ ঘটনায় নৌ-পরিবহনসহ সব যাত্রী পরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ অনুমোদনহীন নৌ চলাচল বন্ধের দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
এছাড়া গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি। নির্যাতনের শিকার গৃহবধূর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধে সামাজিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠনটি।
এফএইচএস/এমএসএইচ/জেআইএম