দেশজুড়ে

বগুড়ার শিক্ষাবিদ ও ‘সবুজ নার্সারি’র মালিক মান্নান আর নেই

বগুড়ার শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ‘সবুজ নার্সারি’র স্বত্বাধিকারী, প্রত্নতত্ত্বসামগ্রী সংগ্রাহক ও শিক্ষাবিদ আব্দুল মান্নান আর নেই। করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করার পর করোনা মুক্ত হয়েও বাঁচতে পারলেন না তিনি। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামে আয়েজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

ওই হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম রুবেল জানান, আব্দুল মান্নান করোনা আক্রান্ত হয়ে ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুলাই তার রিপোর্ট নেগেটিভ আসে। তবে ডায়াবেটিস এবং হার্টে নানা সমস্যা থাকায় করোনার সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, আগে থেকেই শারীরিক নানা জটিলতা থাকায় আব্দুল মান্নানকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আইসিইউতেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, মাঝে আব্দুল মান্নানের শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আবার তা অবনতির দিকে যায়। এমনকি করোনা নেগেটিভ হওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।

অধ্যাপক আব্দুল মান্নান বগুড়ার মহাস্থানগড় সংলগ্ন গোকুল উত্তরপাড়ায় ১৯৫৬ খ্রিস্টাব্দে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েজ উদ্দিন এবং মাতা আমেনা বেগম। তিনি একাধারে শিক্ষাবিদ, লেখক, গবেষক ও পরিবেশবিদ। তার গবেষণামূলক বই ‘ইতিকথা পৌন্ড্রবর্ধন’ ইতোমধ্যেই পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

তিনি গোকুল তছলিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ১৯৭৬ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেই সময় থেকেই তিনি মহাস্থানগড় এবং এর পার্শবর্তী এলাকা থেকে প্রাপ্ত প্রত্নতত্ত্বসামগ্রী সংগ্রহে মনোনিবেশ করেন। দীর্ঘ ৪২ বছর ধরে যেসব প্রত্নতত্ত্বসামগ্রী সংগ্রহ করেন।

২০১৭ সালের মার্চ মাসে সেসব প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে মহাস্থান জাদুঘরে হস্তান্তর করেন। প্রাচীন প্রত্নতত্ত্ব সম্পদসমূহ হস্তান্তরের ফলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করে। এছাড়া কৃষি উন্নয়নে ভূমিকার জন্য রাষ্ট্রপতি ও সামাজিক বনায়নে প্রধানমন্ত্রী সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি। আবদুল মান্নান বগুড়ার শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।

এসআর/জেআইএম