খুলনার রূপসা উপজেলা মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সুমন ঢালী (২৪) নামে যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে রেজাউল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বশিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
এলাকাবাসী জানায়, সুমন ও মাহমুদুলসহ আরও ২-৩ জন বশিরের বন্ধ চায়ের দোকানের সামনে বসে টাকা ভাগাভাগি নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে মাহমুদুল তার কাছে থাকা ছুরি দিয়ে সুমনের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুমন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর খুলনার অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রেজাউল নামে একজনকে আটক করা হয়েছে।
আলমগীর হান্নান/এমএসএইচ