টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জে তৃতীয়বারের মতো বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে থাকলেও মধ্যরাত থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন নদ-নদীর পানি দ্রুতগতিতে বাড়তে থাকে। মঙ্গলবার দুপুর সুরমা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ও পুরাতন সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার।
এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানি তৃতীয়বারের মতো বিপৎসীমা অতিক্রম করায় শহরের নদী তীরবর্তী এলাকা কাজির পয়েন্ট, উকিলপাড়া, উত্তর আরপিন নগর ও নবীনগর এলাকায় পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এছাড়াও হাওরের নিম্নাঞ্চল এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এ রকম বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, বন্যা মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার্তদের জন্য খাবার ও আশ্রয়কেন্দ্রসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
মোসাইদ রাহাত/আরএআর/পিআর