আন্তর্জাতিক

আল-আকসায় ইসরায়েলি কট্টরপন্থী এমপি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ পরিদর্শন করেছে দেশটির এক কট্টরপন্থী সংসদ সদস্য। অমুসলিমদের জন্য রবিবার মসজিদটি খুলে দেওয়ার পর লিকুদ পার্টির সংসদ সদস্য মোশে ফেইগলিন সেখানে প্রবেশ করেন। মসজিদটিতে তিনি ঘণ্টাখানেক সময় কাটান।আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতির ব্যাপারে প্রচারণা চালানো এ অর্থোডক্স ইহুদি মসজিদটিতে প্রবেশের পর উপস্থিত মুসলিমরা উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করতে থাকে। এ সময় ইসরায়েলি সশস্ত্র পুলিশ সদস্যরা ফেইগলিনকে ঘিরে রাখে। ফেইগলিন এ সময় আবারও মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়ার বিষয়টি তুলে ধরেন।গত বুধবার আমেরিকান-ইসরায়েলি আইনজীবী ও ইহুদি ধর্মপ্রচারক ইয়াহুদা গ্লিককে গুলির ঘটনার পর থেকে পূর্ব জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে হত্যা করে ও মুসলিমদের তৃতীয় পবিত্রতম আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।- এএফপি