দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রাশেদুজ্জামান তন্ময় (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের উপজেলার বহলবাড়িয়ার নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুজ্জামান তন্ময় দৌলতপুর উপজেলার রিফাইতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি কুষ্টিয়া রেলওয়ে সার্কেলে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পুলিশ সদস্য রাশেদুজ্জামান তন্ময় কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মিরপুর থানা পুলিশ রাশেদুজ্জামান তন্ময়ের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি বলে ওসি জানান।

আরএআর/এমকেএইচ