দেশজুড়ে

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দু’বারের জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মিয়াজ উদ্দিন খান স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নাসিরুল হক/এফএ/এমএস