জাতীয়

কোয়ান্টামকে লাশবাহী ফ্রিজিং গাড়ি দিল আইওএফ

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও শেষকৃত্যের কাজে কোয়ান্টাম ফাউন্ডেশনকে লাশবাহী একটি ফ্রিজিং গাড়ি উপহার দিয়েছে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ)। মানবতার সেবায় কাজ করা কোয়ান্টামের দাফন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে কোয়ান্টাম প্রতিনিধিদের হাতে গাড়িটি হস্তান্তর করা হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে গুলশান আইওএফ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধি দলের কাছে ফ্রিজিং গাড়ির চাবি হস্তান্তর করেন আইওএফ-এর নির্বাহী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল হান্নান এবং সংগঠনটির প্রধান পরিচালনা কর্মকর্তা মুশফিক মনজুর। গাড়ির চাবি নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা নূরুল কবির সিদ্দিকী, কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান ও অর্গানিয়ার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে নূরুল কবির সিদ্দিকী বলেন, করোনার এ সময়ে রোগীর তুলনায় লাশবাহী ফ্রিজিং গাড়ির সংখ্যা খুবই কম। এ অবস্থায় সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সেবা কার্যক্রম আরও সহজ হবে। মানবতার সেবায় আইওএফ-এর এ সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, করোনার শুরু থেকেই লাশ দাফন বা সৎকার কার্যক্রম পরিচালনা করে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন। গত ২৫ জুলাই ২০২০ পর্যন্ত দেশব্যাপী আট শতাধিক স্বেচ্ছাসেবী ষোল শতাধিক মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন।

এইচএস/এনএফ/এমএস