টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পৌর প্রশাসনে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার (২৭ জুলাই) থেকে পৌর ভবন অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে।
তবে সেবামূলক প্রতিষ্ঠানটির সড়ক বাতি, পানি সরবরাহ, টিকাদান আর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে। অন্যান্য সেবা সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন। ইতোমধ্যে পৌর পরিষদের চারজন কাউন্সিলরসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আক্রান্তদের মধ্যে ২৫ জুলাই পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলসহ পৌরসভার আরও চার কর্মকর্তা-কর্মচারীর করোনার পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস