রংপুরের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা। তাকে এই নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আবদুল ওয়াহাব বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে গত ৯ জুলাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
ওয়াহাব মিঞা এর আগে বরগুনা জেলার ডিসি ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
আরএমএম/এসএইচএস/জেআইএম