দেশজুড়ে

মাদারীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মাদারীপুরের রাজৈরে রুহিদাস বাড়ৈ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (২৭ জুলাই) রাতে রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রুহিদাস বাড়ৈ একই গ্রামের মৃত রূপচাঁদ বাড়ৈর ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে রুহিদাসের জায়গায় প্রতিপক্ষ সুকদেব ও সমীর ভেসাল জাল পাততে গেলে রুহিদাসের নাতি জীবন বাড়ৈ (১৫) বাঁধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য মিলে জীবন বাড়ৈকে বেদম মারপিট করেন। এ সময় তার নাতি জীবন বাড়ৈর চিৎকারে রুহিদাস এগিয়ে গেলে তাকে মারধর করে লোহার শাবল দিয়ে আঘাত করেন তারা। গুরুতর অবস্থায় রুহিদাস বাড়ৈকে রাত ১০টার দিকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্যকে ধরতে পুলিশের অভিযান চলছে।

একেএম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ