করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পরিচালক এবং রাস্তি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদওয়ানুল ইসলাম মারা গেছেন। অবশ্য মারা যাওয়ার কিছুদিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
শনিবার গভীর রাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের এই নেতা মারা যান বলে ডিবিএ’র সেক্রেটারি দিদারুল গনি নিশ্চিত করেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, সৈয়দ রেদওয়ানুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ১৭ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ২০ জুলাই তার রিপোর্ট নেগেটিভ আসে।
তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে ডিবিএ।
এমএএস/এমএআর/এমএস