দেশজুড়ে

ভেড়া চরাতে গিয়ে ট্রেনে কেটে মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার সময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সফুরা খাতুন (৫০) নামের ওই নারীর মৃত্য হয়।

নিহত সফুরা খাতুন উথলী গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সফুরা খাতুন নিজের পোষা ভেড়া চরানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছিলেন। ভেড়াগুলো উথলী ঘোড়ামারা গেট পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেন সফুরা খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দীন কাজল/এফএ/এমএস