তিনি একা নন, তিন ফরম্যাটের অধিনায়কের একজনও ব্যক্তিগত অনুশীলনের প্রথম অংশে ছিলেন না। তবে খুব সম্ভবত ঈদুল আজহার ছুটির পর ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ বুধবার মিলেছে তারই পূর্বাভাস। এদিন হঠাৎ করেই শেরে বাংলায় এসে উপস্থিত টি-টোয়েন্টি অধিনায়ক। রিয়াদ একা একা শেরে বাংলার মূল মাঠে কিছুক্ষণ ব্যক্তিগত অনুশীলন করার কারণে নিশ্চয়ই ভাবছেন, আজ থেকেই বুঝি ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়ে গেছে। তা হয়নি। সে পর্ব শুরু হবে ৮ আগস্ট শনিবার।
আজ পড়ন্ত বিকেলে সে তথ্য নিশ্চিত করে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ আজ হঠাৎই এসেছিলেন। সেটা একান্তই নিজের ইচ্ছেয়। এমনিতে এখন ঈদের ছুটিতে বন্ধ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। আগমী ৮ আগস্ট থেকে আবার জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হবে।
তাতে যারা অংশ নিতে আগ্রহী, তাদের নাম পাওয়ার পর ক্রিকেট অপারেশন্স থেকে প্র্যাকটিসের রোস্টার (সূচি) করে দেয়ার কথাও জানান রাবিদ।
প্রসঙ্গতঃ ঈদের আগে ১৯ থেকে ২৮ জুলাই ১৪ জাতীয় ক্রিকেটার মিরপুরের শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ নাসের, সিলেট বিভাগীয় ও রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে অনুশীলন করেছেন।
এরমধ্যে মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ ও নাইম হাসান শুরু থেকেই ছিলেন। পরে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, নাজমুল হাসান শান্ত ও মেহেদি রানা অন্তর্ভুক্ত হন।
ধারণা করা হচ্ছে, ৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অনুশীলনে আরও আগ্রহী ক্রিকেটারের সংখ্যা বাড়বে।
এআরবি/আইএইচএস/এমএস