দেশজুড়ে

করোনা রোগীদের বাড়িতে গিয়ে সাহস জোগানো ইউএনও নিজেই আক্রান্ত

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (০৫ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউএনও মোস্তফা মনোয়ার শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ করোনা পজিটিভি হলে তার বাড়িতে তিনি নিজেই ফল নিয়ে যেতেন। উৎসাহ জোগাতেন করোনা রোগীকে। আজ এই মহামারি করোনা তার ঘরেই হানা দিয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৩ জন।

ডা. মো. রেজাউল ইসলাম জানান, ইউএনও মোস্তফা মনোয়ারের করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়। পরে বুধবার সন্ধ্যায় ইউএনওর নমুনায় করোনা পজিটিভ আসে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু জানান, ইউএনও মোস্তফা মনোয়ার বর্তমানে বাসাতে একাই রয়েছেন। তার স্ত্রী ও দুই ছেলে ঢাকাতে রয়েছেন।

বি কে সিকদার সজল/এফএ/পিআর