দেশজুড়ে

হাকালুকি হাওরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় হাকালুকি হাওরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা দুটি ঘটে।

জানা যায়, ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই শিশুপুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ির পাশে হাকালুকি হাওরে মাছ ধরতে যায়। বেলা সাড়ে ৩টায় বজ্রপাত হলে ঘটনাস্থলে ফাহিমের মৃত্যু হয় এবং ছোটভাই ইব্রাহিম গুরুতরভাবে আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে একই সময়ে হাকালুকি হাওরে মাছ ধরতে গেলে বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, উভয় পরিবার অত্যন্ত গরিব। তাদের পরিবারের এক মাসের ভরণপোষণের ব্যবস্থা করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপন দে/বিএ