করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, রোটারি ক্লাব অব সিরাজগঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার (৭ আগস্ট) বাদ জুম্মা নামাজের জানাজা শেষে সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের (মারোয়াড়ি পট্টি) বাসিন্দা রেজাউল করিম তালুকদারের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর